আগামী ১লা জানুয়ারী ২০১৮ তারিখ থেকে পিডিএস সফটওয়্যারটি বন্ধ হওয়া প্রসঙ্গে
স্বাস্থ্য অধিদপ্তরাধীন সকল প্রথম শ্রেনীর কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য সংরক্ষনের জন্য অনলাইন পিডিএস ও সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এইচআরআইএস সফটওয়্যার দুটি চালু আছে। বর্তমানে এইচআরআইএস সফটওয়্যারটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন অন্যান্য বিভাগও ব্যবহার করা হচ্ছে। অনলাইন পিডিএস সফটওয়্যারে অনেক সীমাবদ্ধতা আছে যা ইন্ট্রিগেটেড এইচআরআইএস সফটওয়্যার-এ নেই। বর্তমানে এইচআরআইএস সফটওয়্যার দিয়ে ট্রান্সফর, পোস্টিং, প্রোমোশন প্রভৃতি কাজ করা হচ্ছে। এইচআরআইএস সফটওয়্যারের পাশাপাশি পিডিএস সফটওয়্যারটি পৃথকভাবে থাকার প্রয়োজন নেই। এ বিবেচনায় আগামী ১লা জানুয়ারী ২০১৮ তারিখ থেকে পিডিএস সফটওয়্যারটি বন্ধ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমতাবস্থায় আগামী ৩১ ডিসেম্বর ২০১৭ এর মধ্যে এইচআরআইএস সফটওয়্যার-এ চিকিৎসকগণ নিজ দায়িত্বে কর্মরত প্রতিষ্ঠানের এইচআরআইএস দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সাথে যোগাযোগ পূর্বক স্ব-স্ব এইচআরআইএস প্রোফাইল আপডেট করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। পরবর্তীতে কেবল এইচআরআইএস সফটওয়্যার থেকে তৈরীকৃত Short এবং Full বায়োডাটা (PDS) সকল কর্মকান্ডে ব্যবহার করা হবে।
তথ্যসূত্র : http://www.dghs.gov.bd/index.php/bd/home/4758-2017-11-21-09-54-07