কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অবগতির জন্য জরুরী নোটিশ

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের স্মারক নং-স্বাঃশিঃঅধিঃ/চিঃশিঃ/ভর্তি/এমবিবিএস/২০২০-২০২১/৪৫৩, তারিখঃ-১৮-০২-২০২১ খ্রিঃ এর পত্রের প্রেক্ষিতে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর-এ কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অবগতির জন্য জানানো যাইতেছে যে, যাহাদের ভাই/বোন, ছেলে/মেয়ে, ভাই-বোনের ছেলে/মেয়ে ইত্যাদি ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করিবে তাহাদিগকে অবশ্যই লিখিত ভাবে অধ্যক্ষ-কে অবহিত করার জন্য অনুরোধ করা হইল।

বিষয়টি গুরুত্বপূর্ণ ও সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে এই নোটিশ জারী করা হইল।

(নোটিশটি ডাউনলোড করতে ক্লিক করুন)