কলেজ ক্যাম্পাসে ৮”/১৬” ডীপ টিউবওয়েল স্থাপন

“ পানির স্তর – কলেজ ক্যাম্পাস – ৮”/১৬” ডীপ টিউবওয়েল “

দিনাজপুরে শহরের মধ্যে মৃদুপানির স্তর ১২০ থেকে ১৬০ ফুট গভীরে । কিন্তু ভৌগলিক তথা প্রাকৃতিক কারনেই মেডিকেল কলেজ ক্যাম্পাসসহ চারিপার্শে মৃদুপানির স্তর ৩০০ থেকে ৩৬০ ফুট গভীরে । পূর্বের তুলনায় ক্যাম্পাসে পানির চাহিদা বেড়েছে ভীষন বেশী । কারন হলো আবাসিক ভবনগুলিতে বসবাস বেড়েছে – কলেজের ভবন নির্মানের কাজের জন্য পানির ব্যবহার হচ্ছে বিষদভাবে – এই ঋতুতে পানির স্তর নেমে যায় আরো বেশী ।
গত নভেম্বর মাসে ক্যাম্পাসে স্হান পেয়েছে ৮” / ১৬” ডীপ টিউবওয়েল , সেটির কাজ নভেম্বরে সম্পন্ন হয়েছে । যার সাথে দুটি পাম্প প্রতিটি ৩০ করে মোট ৬০ হর্স পাওয়ারের কানেকশন দেয়া হবে এবং যাবে । এই এপ্রিলের মধ্যেই এই বৃহৎ ডীপ টিউব ওয়েলের সাথে সরাসরি পাইপের লাইনের কানেকশনের কাজ হোস্টেল দুটির সাথে , একাডেমিক ভবনের সাথে , পানির বৃহৎ রিজার্ভারের সাথে সম্পন্ন হবে । তখন সমগ্র ক্যাম্পাসে পানির সরবরাহের স্বল্পতায় পরতে হবেনা ।
আজ ক’ঘন্টার জন্য একটি হোস্টেলে পানির স্বল্পতা হয়েছে সাবমার্সিবল পাম্পের অতিরিক্ত লোডের জন্য । তবু রাতেই নতুন একটি পাম্প বসিয়ে সরবরাহ চালু হয়েছে । সুব্যবস্হা সম্ভব হয়েছে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্হা নেয়ার জন্য ।
আজ ঝড় বৃষ্টির জন্য শ্রমিকদের কাজ করতেও কিছুটা কষ্ট পোহাতে হলো ।
ছবি নভেম্বর ২০১৮ তে ক্যাম্পাসের ৮”/১৬” ডীপ টি উবওয়েলটি স্হাপনের পর । এই পানি অত্যন্ত সুস্বাদু ; সম্পূর্নরুপে আর্সেনিক আয়রন মুক্ত ; বুয়েট থেকে চৌদ্দটি পরীক্ষার দ্বারা পরীক্ষিত । এরকম ভাবেই ক্যাম্পাসে বইবে সারাবছর ধরে পানির ধারা এই কামনা । উল্লেখ্য এই ব্যাসার্ধের ডীপ টি উবওয়েল সারাশহরে হাতেগনা কয়টি রয়েছে মাত্র ।