
কলেজে উপস্হিত হন আজ ভারতের অর্থপ্লাষ্টি এ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি প্রখ্যাত অর্থপেডিক সার্জন অধ্যাপক ডা: ইন্দ্রজিৎ সর্দার এবং দেশের প্রখ্যাত অর্থপেডিক সার্জন অধ্যাপক ডা: আমজাদ হোসেন ; তাদের শিক্ষকবৃন্দসহ ফুলেল শুভেচ্ছা জানানো হয় । তাঁরা কলেজের স্বাস্হ্যশিক্ষা এবং স্বাস্হ্যসেবামূলক বিভিন্ন কর্মকান্ড দেখে তাদের অভিজ্ঞতার আলোকে অত্যন্ত প্রশান্তি বোধ করেন ।