“ ক্যাম্পাসে প্রথমবারেরমতো তথা শহরের সর্বোবৃহৎ গভীর নলকূপ ৮*১৬ স্হাপন “
কলেজ ক্যাম্পাসে প্রথমবারেরমতো সর্বোবৃহৎ তথা শহরের সর্বোবৃহৎ সাইজের ( ৮*১৬ ) গভীর নলকূপ স্হাপন করা হয়েছে গণপূর্তর অর্থায়নে । প্রায় ৮ মাসের বেশী সময় ধরে প্রক্রিয়ার পর সম্পন্ন হলো । এই স্তর সাড়ে তিনশত ফুট গভীর পর্যন্ত গিয়েছে । বুয়েটের নিরীক্ষার ফলস্বরুপ ক্লোরাইড -আর্সেনিক-আয়রন সহ অন্যান্য বিষয় পরীক্ষা করা হয়েছে এই স্তরের পানি । আজ ক্লিয়ারিংয়ের কাজ চলছে । এর ফলে ক্যাম্পাসের সকলে নিরাপদ পানি এবং পর্যাপ্ত পানি সারাবছর সরবরাহ পাবে।
উল্লেখ্য অত্র ক্যাম্পাসে পানির স্তর বহুনীচে । বছরের কমপক্ষে চারমাস খুব কষ্ট পোহাতে হয় পানির জন্য । এমতাবস্হায় এই মানসম্মত গভীর নলকূপ সর্বোৎকৃষ্ট সময়োপযোগী পদক্ষেপ ।