স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব মহোদয়ের মেডিকল কলেজ ও হাসপাতালের বিল্ডিং ও বিভিন্ন কাজ আকস্মিক পরিদর্শন

“ পরিদর্শন “
কলেজ , হোস্টেলের কন্সট্রাক্শনের বিভিন্ন কাজ পরিদর্শন করেন আজ জনাব মোঃ মোশতাক হাসান এন ডি সি সম্মানিত অতিরিক্ত সচিব স্বাস্থ্য সেবা বিভাগ এবং জনাব খলিলুর রহমান সন্মানিত যুগ্মসচিব স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আকস্মিক ভাবে এ পরিদর্শনে তাঁরা কলেজের বিভিন্ন কর্মকান্ড পরিলক্ষণ করেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন ।উপস্হিত শিক্ষার্থীবৃন্দের প্রতি তাঁরা উপদেশমূলক বক্তব্য দেন । মতবিনিময় সভায় কলেজে নিজ অফিস কক্ষেআরো উপস্হিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক , শিক্ষকবৃন্দ , সিভিল সার্জন , সুপারেনটেন্ডেন্ট , গণপূর্তর নির্বাহী প্রকৌশলীসহ উপবিভাগীয় প্রকৌশলীবৃন্দ ।
তাদের আকস্মিক পরিদর্শনে কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।